মাসুদ রেজা শিশির :
রাজবাড়ীর পাংশা পৌর শহরের স্টেশন বাজার এলাকায় পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তা ব্যবহার করায় ৫ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। পাট মোড়ক ব্যবহার আইন-২০১০ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন আইনে ৫ জন (মুদি দোকান) ব্যবসায়ীকে ৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুজহাত তাসনীম আওন এ অভিযান পরিচালনা করেন। এ সময় রাজবাড়ী জেলা পাট উন্নয়ন অধিদপ্তরের পাট পরিদর্শক মোঃ হারুন অর রশিদ,পাংশা উপজেলা পাট উন্নয়ন অধিদপ্তরের উপ-সহকারি কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র বর্মণ উপস্থিত ছিলেন। ভ্রামম্যান আদালত পরিচালনায় সহযোগীতা করেন পাংশা মডেল থানার এস আই মোঃ কামাল হোসেন সঙ্গীয় পুলিশ দল।