Newsun24

Most Popular Newsportal

আন্তর্জাতিক

শান্তিতে নোবেল পেল বিশ্ব খাদ্য কর্মসূচি

এ বছর শান্তিতে নোবেল পুরস্কার জিতে নিয়েছে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)।

সুইডেনের স্টকহোমে স্থানীয় সময় সকাল পৌনে বারোটার পরে জাতিসংঘের সংস্থাটিকে শান্তিতে এবারের নোবেল বিজয়ী হিসেবে ঘোষণা করে দ্য রয়েল সুইডিশ অ্যাকাডেমির একটি প্যানেল।

এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানায় নোবেল কমিটি। এক টুইটবার্তায়ও ছবিসহ ডব্লিউএফপির নাম প্রকাশ করা হয়।

এক বিবৃতিতে নোবেল কমিটি জানায়, ‘ক্ষুধার বিরুদ্ধে লড়াই, সংঘাতময় অঞ্চলগুলোতে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখা এবং যুদ্ধ ও সংঘাতে ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার রোধ করতে চালিকা শক্তি হিসেবে কাজ করার জন্য ২০২০ সালের জন্য বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)-কে নোবেলে ভূষিত করা হলো।’

ক্ষুধা ও খাদ্য নিরাপত্তার সঙ্গে জড়িত বিশ্বের বৃহত্তম সংস্থা ডব্লিউএফপি। প্রতি বছর ৭৫টি দেশে ৮ কোটি লোককে খাদ্য সহায়তা দান করে তাকে সংস্থাটি।

রোমে সংস্থাটির সদর দপ্তর অবস্থিত। সারা বিশ্বে এর ৮০টিরও বেশি শাখা আছে। এগুলোর মাধ্যমে ডব্লিউএফপি এমন সব মানুষকে সাহায্য করে যারা নিজেদের জন্য এবং পরিবারের জন্য যথেষ্ট পরিমাণ খাবার উত্‌পাদন কিংবা আহরণে অক্ষম।

গত বছর শান্তিতে নোবেল পেয়েছিলেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ। ইরিত্রিয়ার সঙ্গে শান্তি চুক্তির মাধ্যমে দুই দশকের দীর্ঘ সীমান্ত যুদ্ধ নিরসনে ভূমিকা রাখা তাকে এই স্বীকৃতি দেওয়া হয়।

বৃহস্পতিবার সাহিত্যে নোবেল পুরস্কার জিতে নেন মার্কিন কবি ও প্রাবন্ধিক লুইস এলিজাবেথ গ্লিক। স্বতন্ত্র কাব্যিক স্বর ও সরল সৌন্দর্য ব্যক্তি-অস্তিত্বকে সর্বজনীন করে তোলে, তার স্বীকৃতিস্বরূপ এ বছর তাকে নোবেল দেয়া হয়।

বুধবার রসায়নে বিজ্ঞানে এ বছরের নোবেল জিতে নেন যৌথভাবে ফরাসি বিজ্ঞানী ইমানুয়েল সারপেন্টিয়ের এবং মার্কিন বিজ্ঞানী জেনিফার এ. ডাউডনা। জিনোম গবেষণায় নতুন পদ্ধতি আবিষ্কার করে এ  স্বীকৃতি পান তারা।

মঙ্গলবার পদার্থ বিজ্ঞানে এ বছরের নোবেল জিতে নেন যৌথভাবে তিন জোতির্বিজ্ঞানী স্যার রজার পেনরোজ, রেইনহার্ড জেঞ্জেল এবং আন্দ্রেয়া এম. গেজ। ছায়াপথ (গ্যালাক্সি) এবং কৃষ্ণগহবর (ব্ল্যাকহোল) গবেষণায় ভূমিকা রাখেন তারা।

সোমবার চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার দেয়া হয় তিন বিজ্ঞানীকে। হেপাটাইটিস-সি ভাইরাস আবিষ্কার করে অসামান্য ভূমিকার জন্য যৌথভাবে নোবেল জিতে নেন মার্কিন বিজ্ঞানী হার্ভে জে অল্টার ও  চার্লস এম রাইস এবং ব্রিটিশ বিজ্ঞানী মাইকেল হিউটন।

১২ অক্টোবর অর্থনীতিতে এ বছরের নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হবে।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!