অনলাইন ডেস্ক, নিউসান টয়েন্টিফোর ডট কম:
চীনের ৭১তম জাতীয় দিবসে দেশটির সরকার ও জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে শুক্রবার রাতে এই শুভেচ্ছা বার্তা জানান মির্জা ফখরুল।
টুইট বার্তায় মির্জা ফখরুল বলেন, ‘৭১তম জাতীয় দিবসে চীনের সরকার ও জনগণকে শুভেচ্ছা। দারিদ্র্য বিমোচন ও সমৃদ্ধ সমাজ নির্মাণে চীন রোল মডেল।’
মির্জা ফখরুল আরও বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ-চীন অকৃত্রিম বন্ধন বুনেছিলেন। দেশটির সঙ্গে বন্ধুত্ব ও কৌশলগত সম্পর্ককে বিএনপি গুরুত্ব দেয়। দুদেশের সমৃদ্ধিতে এই সম্পর্ক অটুট থাকুক