Newsun24

Most Popular Newsportal

লাইফস্টাইল

বিশ্ব বয়ফ্রেন্ড দিবস আজ

আপনার প্রেমিক পুরুষ বাহ্যিকভাবে হয়তো সুদর্শন না হতে পারেন, কিংবা হয়তো তিনি ছন্নছাড়া, বোহিমিয়ান। এসব কিন্তু অযোগ্যতা নয়। কে জানে, তিনি হয়তো আপনাকে ভালোবাসার ক্ষেত্রে শতভাগ সৎ!

এমন একজন প্রেমিক যদি আপনার জীবনে থাকে, তাহলে শুরুর প্রশ্নটা গুরুত্বহীন। আপনার প্রেমিক আপনার জীবনের জন্য ঠিক কতটা গুরুত্বপূর্ণ, তা আর আয়োজন করে বলার অপেক্ষা রাখে না। আর এমন প্রেমিকের জন্যই আজকের এই দিন। হ্যাঁ, আজ ৩ অক্টোবর, বয়ফ্রেন্ড দিবস।

ইন্টারনেটের বিভিন্ন সূত্র বলছে, ২০১৪ সালে যাত্রা শুরু হয় দিবসটির। ২০১৬ সাল থেকে এটি জনপ্রিয় হতে শুরু করে। বর্তমানে বিশ্বজুড়েই দিনটি বেশ সমাদৃত হচ্ছে।

আমাদের জীবনকে সুন্দর করে সাজিয়ে তোলেন তাঁরা। আমাদের রাগ-অভিমান, হাজারো বায়নাক্কা সামাল দেন সব সময়।

বাড়ি ফিরে হয়তো সব সময় জানিয়ে দেন না, হোয়াটসঅ্যাপে অনেক কথার উত্তরে হয়তো শুধু একটা ‘ওকে’ লিখে পাঠিয়ে দেন। তবু প্রয়োজনের সময় তাঁর হাতটা ধরা যায় বৈকি। তাই এ হেন বয়ফ্রেন্ডদের জন্ম ৩ অক্টোবর বিশ্ব বয়ফ্রেন্ড দিবস।

বয়ফ্রেন্ড দিবসে তাঁদের নিয়ে মজা করতে মেতে উঠলেন তাঁদের বান্ধবীরা। সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভরে উঠল মজার মজার মিমে। বয়ফ্রেন্ড দিবসে দেখে নিন এমনই কয়েকটা মজার মিম।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!