শাকিল খান, নিউসান টয়েন্টিফোর ডট কম:
বুধবার বিকেলে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলায় ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশ সংরক্ষণ অভিযান- ২০২০ সফলভাবে সুসম্পন্ন করার জন্য উপজেলা মৎস্য দপ্তর কালুখালী এর আয়োজনে জেলেদের নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
রতনদিয়া ইউপির রুপসা মেধাচয়ন একাডেমীর মাঠে উক্ত সভায় প্রায় ৩০০ জন জেলে অংশগ্রহণ করে। জেলেদের নিষিদ্ধ সময়ে ইলিশ না ধরতে বিভিন্নভাবে উদ্বুদ্ধ করা হয়।
আগামী ১৪ অক্টোবর থেকে ৪ অক্টোবর পর্যন্ত ইলিশ আহরণ,পরিবহন,মজুদ,ক্রয়,বিক্রয়,বিনিময় বন্ধ থাকবে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা মৎস্য অফিসার জয়দেব পাল, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ্ আল মামুন, সহকারী কমিশনার (ভূমি) শেখ নুরুল আলম, উপজেলা মৎস্য অফিসার মোঃ আব্দুস সালাম, সহকারী মৎস্য অফিসার শাহরিয়ার জামান সাবু সহ রাজনৈতিক ব্যক্তিত্ব, ইউনিয়ন পরিষদের প্রত্যেক সদস্য, সাংবাদিক প্রমুখ।