সিলেটের এমসি কলেজের ঘ’টনা প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ধ.র্ষ’কদের আদালতের/ বিচারের কাঠগড়ায় দাঁড় না করিয়ে সরাসরি ক্র’সফা’য়ার দেয়া উচিত।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি ,
হানিফ বলেন, অ’পরাধীদের অ’পরাধকে বিবেচনা করে সরকার ব্যবস্থা নিচ্ছে। দুর্নীতি এবং নারী নি’র্যাত’নের ম’হামা’রি চলছে, বিএনপি নেতাদের এমন বক্তব্যের প্র’তিবাদে হানিফ বলেন, দু’র্নীতিবাজদের আশ্রয় প্রশ্রয় দিয়েছিল বিএনপি।
দুর্নীতির বিরুদ্ধে সরকারের অভিযান অব্যাহত আছে। দু’র্নীতিবাজদের পক্ষে বিএনপির অবস্থান। হানিফ বলেন, দেশের জন্য, জনগণের জন্য যা বলেন তা করেন শেখ হাসিনা। যু’দ্ধাপ’রাধীর বিচারে কোনো বাধা শেখ হাসিনাকে দ’মাতে পারে নাই।