মাসুদ রেজা শিশির ॥
রাজবাড়ীর পাংশা উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে বৃহস্পতিবার আওয়ামীলীগের দলীয় নেতা কর্মীদের মিথ্যা মামলায় গ্রেফতার করে জেল হাজতে প্রেরণের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছেন উপজেলা আওয়ামীলীগ।
পাংশা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মাছপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়ো’র সভাপতিত্বে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিভিল সার্জন ডা.এ এফ এম শফিউদ্দিন পাতা।
লিখিত বক্তব্যে শফিউদ্দিন পাতা বলেন- আমরা অত্যান্ত ক্ষোভ ও ঘৃনার সংগে জানাচ্ছি যে,গত ২৩ সেপ্টেম্বর ২০২০ বুধবার সকাল আনুমানিক সাড়ে ৫ ঘটিকায় কসবামাজাইল ইউনিয়নের ৩৬ জন আওয়ামীলীগের নেতা কর্মীদের মাইক্রোবাসে ঢাকা হাইকোর্টে মামলার হাজিরা প্রদান এবং জামিন বর্ধিত করণের উদ্দ্যেশে যাওয়ার পথে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের কালুখালী সংলগ্ন স্থান থেকে রাজবাড়ী জেলা পুলিশের কর্তার নির্দেশে গ্রেফতার করে তাহাদের বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক মিথ্যা বানোয়াট এবং মনগড়া ডাকাতি মামলা রজু করিয়া তাহাদের শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে আরো বলা হয়- পরিকল্পিতভাবে আওয়ামীলীগকে ধ্বংস করার জন্য পায়তারা করছে পুলিশ। পুলিশের ভাবমূর্তী রক্ষার সার্থেই বিষয়টি উদ্ধর্ত্তন পুলিশ কর্মকর্তাদের তদন্ত করা উচিত। পুলিশের যে সকল সদস্যরা এই ঘটনার সাথে জড়িত তাদের শাস্তির দাবী করেন আওয়ামীলীগের নেতাকর্মীরা। নেতাকর্মীরা আরো বলেন, দ্রুত সময়ের মধ্যে এই ঘটনার সুষ্ঠ বিচার না হলে পাংশা, বালিয়াকান্দি, কালুখালীতে ঐক্যবদ্ধ আওয়ামীলীগ দুর্বার আন্দোলন গড়ে তুলবে।
সংবাদ সম্মেলনে পাংশা উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ খন্দকার সাইফুল ইসলাম বুড়ো, সাধারণ সম্পাদক এএফএম শফিউদ্দীন পাতা, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম ফটিক, পাংশা পৌর আওয়ামীগের সভাপতি ওয়াজেদ আলী মন্ডল,উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুবলীগের যুগ্ন আহবায়ক মোঃ জালাল উদ্দিন বিশ^াস,উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ শাহিদুল ইসলাম মারুফ,শরিসা ইউনিয়ন আ.লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আজমল আল বাহার বিশ^াস, হাবাসপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম মন্ডল, কলিমহর ইউপি আ.লীগের সভাপতি ও চেয়ারম্যান আব্দুল জলিল মন্ডল, বাহাদুরপুর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান মোঃ হুমায়ুন করির শাকিল প্রমুখ উপস্থিত ছিলেন।
আওয়ামীলীগের নেত্রীবৃন্দ বলেন, ১২মার্চ, ২০২০ পাংশা উপজেলার সুবর্ণখোলা গ্রামে আসাদুল বারীকে হত্যা করা হয়। সেই মামলায় আওয়ামীলীগের বেশ কিছু নেতাকর্মীকে আসামী করে মামলা দায়ের করে নিহতের স্বজনেরা। সেই মামলায় ঢাকা উচ্চ আদালত থেকে জামিন নিতে ভোরে তিনটি মাইক্রোবাসে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।