শাকিল আদনান, নিউসান টয়েন্টিফোর ডট কম:
রাজবাড়ীর কালুখালীতে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল মামুন এর সাথে উপজেলার সকল মাধ্যমিক ও মাদরাসা প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১ টায় উপজেলার রিসোর্স সেন্টার এর হলরুমে মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নুরুল আলম, মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) জয়ন্ত কুমার দাস, হোগলাডাঙ্গী এমআই কামিল মডেল মাদরাসার অধ্যক্ষ মহিউদ্দিন আহম্মেদ, কালুখালী সরকারী কলেজের সহকারী অধ্যাপক মোঃ আব্দুর রহিম, রতনদিয়া রজনীকান্ত সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আয়ুব আলী, আখরজানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোখলেছুর রহমান, মোহাম্মদ আলী একাডেমীর প্রধান শিক্ষক রেজাউল আলম প্রমূখ বক্তব্য রাখেন।
মতবিনিময় সভায় ইউএনও মোঃ আব্দুল্লাহ আল মামুন বলেন, সমাজে শিক্ষকের মর্যাদা বেশি। তাই প্রত্যেক শিক্ষকদেরকে সচেতন হতে হবে। বিদ্যালয়ে সঠিকভাবে নেতৃত্ব দিতে হবে। যাতে করে শিক্ষার মান উন্নয়ন করা সম্ভব হয়। সবাই মিলে এ দেশটাকে পরিবর্তন এনে উন্নত দেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।