Newsun24

Most Popular Newsportal

রাজনীতি

আজ থেকে মনোনয়ন ফরম বিক্রি করছে বিএনপি

 

ঢাকা-৫, নওগাঁ-৬, ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) থেকে মনোনয়ন ফরম বিতরণ করা হচ্ছে।

আগ্রহীরা আজ সকাল ১০টা থেকে আগামীকাল শুক্রবার বিকেল ৫টা পর্যন্ত নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন। আগামী শনিবার বিকেল ৫টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। ওইদিন রাতেই প্রার্থী চূড়ান্ত করবে দলীয় পার্লামেন্টারি বোর্ড।

এর আগে গত ২৯ আগস্ট পার্লামেন্টারি বোর্ডের বৈঠকে পাবনা-৪ আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে হাবিবুর রহমান হাবিবকে মনোনয়ন দেওয়া হয়। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, পাবনা-৪ আসনে ভোট হবে আগামী ২৬ সেপ্টেম্বর। আর ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের ভোটগ্রহণ হবে ১৭ অক্টোবর। এ দুটি আসনে মনোনয়ন ফরম দাখিলের শেষ সময় ১৭ সেপ্টেম্বর এবং যাচাই-বাছাই হবে ২০ সেপ্টেম্বর।

মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৭ সেপ্টেম্বর ও প্রতীক বরাদ্দ ২৮ সেপ্টেম্বর। এ ছাড়া সিরাজগঞ্জ-১ ও ঢাকা-১৮ আসনে উপনির্বাচনের তফসিল এখনো ঘোষণা করা হয়নি।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!