মোঃ শামীম হোসেন, নিউসান টয়েন্টিফোর ডট কম ॥
রাজবাড়ী পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহাদাত হোসেন এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে দেশীয় অস্ত্রসহ ৬ সদস্যের একটি ডাকাত দলকে গ্রেফতার করেছে পাংশা মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার সরিষা গ্রামের মৃত কাসেদ আলী মন্ডল ছেলে বিরাজ মন্ডল (৫২), রাজ্জাক শেখের ছেলে মোঃ শাহিন শেখ (৩২), নাচনা মুরাদপুর গ্রামের আঃ রশিদ মিয়ার ছেলে মোঃ তাসলেম মিয়া (৩৮), ভট্টাচার্য্যপাড়া গ্রামের মোঃ ইব্রাহিম শেখের ছেলে মোঃ আব্দুর রব শেখ (৩২), ভেল্লাবাড়ীয়া গ্রামের মোমিন শেখের ছেলে মোঃ আজাদ শেখ (৩৮), নওপাড়া গ্রামের চাঁদ আলী প্রামানিকের ছেলে মোঃ রবিউল প্রামনিক (৩২)।
পাংশা থানা সুত্রে জানা যায়- ৮ সেপ্টেম্বর (মঙ্গলবার) রাত ২:৫০ মিনিটের সময় পাংশা থানার এস.আই ননী গোপাল ও মোঃ আঃ কাদের সঙ্গীয় পুলিশ ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুত কালে উপজেলার সরিষা ইউনিযনের আন্দুলিযা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে দেশীয় তৈরী অস্ত্র- ১টি চায়নিজ কুড়াল, ১টি চাপাতি, ১টি লোহার দা, ২টি লোহার ছোরা তাদেরকে গ্রেয়তার করেছে। পরে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।
পাংশা মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহাদাত হোসেন যোগদান করার পর থেকেই সন্ত্রাস, চাঁদাবাজী, মাদক সেবনকারী, মাদক ব্যবসাযী এবং অন্যান্য দুর্নীতিবাজদের আতঙ্কের আরেক নাম পাংশা মডেল থানা।