Newsun24

Most Popular Newsportal

রাজবাড়ী

কালুখালীতে বাংলাদেশ আওয়ামীলীগের মাদকবিরোধী সংবাদ সম্মেলন

॥কালুখালী প্রতিনিধি॥

রাজবাড়ীর কালুখালীতে সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে সর্বস্তরের জনগণকে উদ্বুদ্ধ ও গণআনন্দোলন গড়ে তোলার লক্ষ্যে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এর নির্দেশনায় কালুখালী উপজেলা আওয়ামীলীগের আয়োজনে সাতটি ইউনিয়নে স্বাস্থ্যবিধি মেনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য আশিক মাহমুদ মিতুলের সহযোগীতায় কালুখালী উপজেলার সাতটি ইউনিয়ন রতনদিয়া, কালিকাপুর, বোয়ালিয়া, মদাপুর, মাঝবাড়ী, মৃগী, সাওরাইল একসাথে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সাতটি ইউনিয়নে হাজারো মানুষের উপস্থিতিতে মানবন্ধন শেষে কালুখালী উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ খায়রুল ইসলাম খায়ের এর সঞ্চালণায় কালুখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কালিকাপুর ইউনিয়নের চেয়ারম্যান আতিউর রহমান নবাবের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী (টিটো), পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো: ফরিদ হাসান ওদুদ, পাংশা উপজেলা আ’লীগের সভাপতি খন্দকার সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক এ এস এম শফিউদ্দিন সহ সাত ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদবৃন্দ।

সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কালুখালী উপজেলা আ’লীগের সভাপতি আতিউর রহমান নবাব। সম্মেলন শেষে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো: জিল্লুল হাকিম ভিডিও কনফারেন্সে বলেন, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জিরো টলারেন্স রয়েছে। তারই ধারাবাহিকতায় আমরা একটি কর্মসূচির আয়োজন করি। কিন্তু প্রশাসন সেই কর্মসূচিকে নগ্ন হস্তক্ষেপ করেছে। পুলিশ আমাদেরই একটি অংশ। অথচ এই কর্মসূচি বানচালের জন্য কিছু কিছু পুলিশ ষড়যন্ত্র করছে। কাদের স্বার্থ হাসিলের জন্য তারা কাজ করছে সেটি খতিয়ে দেখা হবে। কিছু দুর্নীতিবাজ পুলিশ সদস্য পুরো পুলিশবাহিনীকে প্রশ্নবিদ্ধ করছে। তারা জামাত-শিবির ও বিএনপিকে প্রশয় দিচ্ছে।

এ সময় মাঝবাড়ী ইউনিয়নের বেতবাড়ীয়া গ্রামের মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান যুবলীগের সদস্য রবিউল ইসলামের হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং হত্যাকান্ডের সাথে প্রকৃত জড়িতদের আইনের আওতায় আনারও আহবান জানান এমপি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম।
এই মানববন্ধনে একাত্বতা ঘোষণা করে অংশগ্রহণ করেন আওয়ামীলীগের বিভিন্ন অংগ-সংগঠন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ কালুখালী শাখা, কালুখালী উপজেলা কমান্ড বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, রতনদিয়া বাজার শিল্প ও বনিক সমিতি, সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!