শাকিল আদনান, নিউসান টয়েন্টিফোর ডট কম:
রাজবাড়ী জেলাধীন কালুখালীতে নবনির্বাচিত বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি কালুখালী শাখার নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল এ উপলক্ষ্যে সকাল ১১ টায় কালুখালী মহিলা কলেজে কমিটির অর্থ সম্পাদক বিল শ্যামসুন্দরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আফজাল হোসেন এর সঞ্চালণায় নবনির্বাচিত কমিটির সভাপতি নিয়ামতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমএ মান্নানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এ কমিটির সাধারণ সম্পাদক মাজবাড়ী হুরুন্নেছা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আক্তারুজ্জামান, শুভেচ্ছা বক্তব্য রাখেন কমিটির প্রধান উপদেষ্টা সাবেক সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হরিণাডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিউল আলম, মহিলা সম্পাদক রোজিনা আক্তার এছাড়াও চন্ডিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমল বিশ্বাস, আলমডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামেনা খাতুন প্রমূখ বক্তব্য রাখেন।
সভায় সভাপতির বক্তব্যে এমএ মান্নান বলেন, বর্তমান সরকার প্রধান জননেত্রী শেখ হাসিনা ২০১৩ সালে এক যোগে ২৬ হাজার ১শত ৯৬টি বেসরকারী প্রাথমিক বিদ্যালয় জাতীয়করনের ঘোষণা দেওয়ায় ধন্যবাদ জ্ঞাপণ করেন। এছাড়াও তিনি সমিতিকে চাঙ্গা রাখার জন্য উপস্থিত সকলকে আন্তরিক হতে বলেন। পাশাপাশি প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে নিজ নিজ অবস্থানে থেকে কাজ করে যাওয়ার আহবান জানান।