Newsun24

Most Popular Newsportal

রাজবাড়ী

পাংশায় বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করণ

মাসুদ রেজা শিশির ॥ রাজবাড়ীর পাংশা উপজেলা মৎস্য দপ্তরের এর উদ্যোগে ২০২০-২১ অর্থ বছরে রাজস্ব বাজেটের আওতায় উপজেলা পরিষদ পুকরে পোনা মাছ ছাড়ার মাধ্যমে পোনা অবমুক্তকরণ র্কাযক্রম উদ্বোধন করা হয়।

রবিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদের পুকুরে আনুষ্ঠানিক ভাবে মাছের পোনা অবমুক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস,পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহাদাত হোসেন,উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ^াস,মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ রোকেয়া খাতুন, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোঃ শাহীন কবির, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ^াস,উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ মাহবুব হোসেন, উপজেলা সমবায় অফিসার এস এম কামরুন্নাহার, স্থানীয় সাংবাদিকগন, ইউনিয়নের চেয়ারম্যানগনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সরকারি খাস জলাশয়, প্লাবনভ’মি, প্রাতিষ্ঠানিক পুকুরসহ মোট ১৪ টি জলাশয়ে ৩৫৭.১৫ কেজি কার্প জাতীয় মাছের পোনা (রুই ৩০%, কাতলা ৪০% ও মৃগেল ৩০%) অবমুক্ত করা হয়। পাংশা উপজেলা মৎস্য অফিস সুত্র জানান মাছের উৎপাদন আরও বৃদ্ধি পাবে এবং আমিষের চাহিদা পূরণ করে করোনা মোকাবেলায় এ মাছের পোনা গুরুত্বপূর্ণ ভ’মিকা রাখবে। অবমুক্ত করণ করা হয় উপজেলা পরিষদ পুকুরে,পাংশা মডেল থানার পুকুরে,বয়রাট মাজাইল ফাযিল মাদ্রাসার পুকুরে,পাংশা সরকারী কলেজ পুকুরে,মাছপাড়া ডিগ্রি কলেজ পুকুরে,পারনারায়নপুর মৎস্য সমবায় সমিতির পুকুরে,বেজপাড়া হাফিজিয়া মাদ্রাসার পুকুরে,পাংশা ফায়ারসার্ভিস পুকুর,কসবামাজাইল ইউনিয়নের সূর্বনকোলা গোরস্থান পুকুর, গনজাগরনি মহিলা সংঘের পুকুর, হাবাসপুর ইউনিয়নের কাচারীপাড়া নল হামারি বিল, শরিসার খামারডাঙ্গী বিল, যশাই ইউনিয়নের ভেল্লাবাড়ীয়া কোল, মাছপাড়ার জয়গ্রাম বিলে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!