রাকিব আল হাসান, নিউসান টয়েন্টিফোর ডট কম:
খুলনা-গোয়ালন্দঘাট-খুলনা রুটে চলাচলকারী নকশিকাঁথা মেইল ট্রেনটি (৫ সেপ্টেম্বর) শনিবার থেকে পুনরায় চালু হবে বলে বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালকের পক্ষ থেকে জানানো হয়েছে।
মহামারী করোনা ভাইরাসের তান্ডবে দীর্ঘ রুটের ২৫/২৬ নং এ মেইল ট্রেনটি বন্ধ হয়ে যায়।
সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার কথা বিবেচনা করে এ ট্রেনটি আবারও চালু করা হলো বলে জানা গেছে।
বিশেষ করে স্বল্প ভাড়া হওয়ায় মানুষ এই ট্রেনটি যাতায়াতের অন্যতম মাধ্যম হিসেবে ব্যবহার করে থাকেন। দেখা যায় খুলনা, যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া ও রাজবাড়ী জেলার সাথে যোগাযোগ ব্যবস্থার অন্যতম মাধ্যম হিসেবে পরিচিতি লাভ করেছে।
বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ থেকে জানা গিয়েছে বর্তমান করোনা পরিস্থিতি বিবেচনা করে যাত্রী ও ট্রেনে দায়িত্বরত কর্মকর্তাদের সরকারী স্বাস্থ্যবিধি মেনে চলাচল করতে হবে। বিশেষ করে মাস্ক ব্যবহার করতেই হবে।