শাকিল আদনান, নিউসান টয়েন্টিফোর ডট কম:
রাজবাড়ী জেলাধীন কালুখালীতে উপজেলা প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বিকেলে এ উপলক্ষ্যে কালুখালী মহিলা কলেজের হল রুমে কমিটির সাবেক সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ এর সভাপতিত্বে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি এসএম মান্নান, সাধারণ সম্পাদক গওসেল আজম, এছাড়াও ৫টি উপজেলা সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
আলোচনা শেষে উপস্থিত সকলের প্রস্তাব সমর্থনের মাধ্যমে নিয়ামতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমএ মান্নান কে সভাপতি এবং মাজবাড়ী হুরুন্নেছা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আক্তারুজ্জামান কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২৫ সদস্য বিশিষ্ট্য কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মোঃ হাসেম আলী, অজয় কুমার দত্ত, সহ সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, মোকবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক সামছুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক আবুল কাসেম, সহ-প্রচার সম্পাদক আব্দুল কুদ্দুস, ধর্মীয় সম্পাদক আব্দুল হান্নান, দপ্তর সম্পাদক রেহানা ইয়াসমিন, সহ-দপ্তর সম্পাদক ফয়জুল ইসলাম, অর্থ সম্পাদক মোঃ আবজাল হোসেন, সহ-অর্থ সম্পাদক জিল্লুর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মতিউল আলম, সহ-ক্রীড়া সম্পাদক রবিউল আলম, মহিলা সম্পাদক রোজিনা আক্তার, সহ-মহিলা সম্পাদক রাবেয়া খাতুন, সদস্য আল কামাল আঃ ওহাব, মুক্তা খানম, জামেনা খাতুন, নার্গিস পারভীন, আফরোজা নাহার, আঃ রাজ্জাক। এছাড়াও কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে বাংলাদেশ শিক্ষক কল্যাণ সমিতির কালুখালী শাখার সাবেক সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ নির্বাচিত হন।