মাসুদ রেজা শিশির, নিউসান টয়েন্টিফোর ডট কম ॥
নিজের চিন্তা বাদ দিয়ে প্রতিনিয়ত সাধারণ মানুষের কথা ভাবেন মানবেতর ফেরীওয়ালা খ্যাত মানুষটি,নিজের জীবনকে তুচ্ছ করে করোনা কালে মানুষের সেবায় ছিলেন নিয়োজিত। পাংশা, কালুখালী বালিয়াকান্দি উপজেলার প্রতিটি এলাকায় নিজে হাতে ত্রাণ কার্যক্রম পরিচালিত করেছেন নিজের অর্থে।
বলছিলাম রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি’র ছেলে জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য বিশিষ্ঠ ব্যবসায়ী আশিক মাহমুদ মিতুলের কথা। এই মানুষটি দির্ঘদিন করোনায় আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে থেকেও এলাকার মানুষের সার্বিক খোজ খবর রেখেছেন। আশিক মাহমুদ মিতুলের জন্য পাংশা কালুখালী বালিয়াকান্দি উপজেলার শত শত মসজিদ ও মন্দিরে মানুষ প্রার্থনা করেছেন তার সুস্থতার জন্য।
সৃষ্টিকর্তা তাদের দোয়া কবুল করেছেন বর্তমানে আশিক মাহমুদ মিতুল আগের তুলনায় বেশ সুস্থ ও ভাল রয়েছেন। ইতি মধ্যে করোনার রেজাল্ট নেগেটিভ এসেছে,তিনি এখন করোনা মুক্ত রয়েছেন বলে জানাগেছে। আশিক মাহমুদ মিতুল করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসকের পরামর্শ নিয়ে চলেছেন নিয়মিত ভাবে।
আল্লাহ পাক তাকে সুস্থ করে দেওয়ায় তিনি সৃষ্ঠিকর্তার প্রতি কৃজ্ঞতা প্রকাশ করেছেন, একই সাথে পাংশা কালুখালী ও বালিয়াকান্দি তথা রাজবাড়ী জেলার মানুষের প্রতি কৃজ্ঞতা জানিয়ে বলেন আমার এই অসুস্থতার সময় আমার জন্য যারা দোয়া করেছেন রোজা রেখেছেন আমি সকলের প্রতি কৃতজ্ঞ। আশিক মাহমুদ মিতুল পূনরায় রাজপথে নেতা কর্মীদের নিয়ে নানা কর্মসূচীকে মুখরিত করে তুলবেন এমন প্রত্যাশা এ অঞ্চলের হাজার হাজার নেতা কর্মীর।