॥রাকিবুল ইসলাম, নিউসান টয়েন্টিফোর ডট কম॥
মঙ্গলবার রাজবাড়ী জেলার কালুখালীতে উপজেলা প্রশাসন ও কালুখালী থানার যৌথ উদ্যোগে বেদে সম্প্রদায়ের মাঝে খাদ্যসামগ্রী, হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক সহ অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
উপজেলার বাংলাদেশ হাট মোড় বাসষ্ট্যান্ডের পাশে অবস্থানকৃত ৩১ টি বেদে সম্প্রদায়ের মাঝে এ সামগ্রী বিতরণ করেন কালুখালী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শেখ নুরুল আলম, কালুখালী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল হাসান সহ অন্যান্যরা।
এসময় কালুখালী থানা অফিসার ইনচার্জ সকল বেদে সম্প্রদায়ের পরিবারের উদ্দেশ্যে বলেন, আপনাদের যে কোনো সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আমাদের সাধ্য অনুযায়ী আপনাদের সাহায্য সহযোগীতা করবো।