নিজস্ব প্রতিবেদক, নিউসান টয়েন্টিফোর ডট কম:
রাজবাড়ী জেলার কালুখালী থানায় কর্মরত ৫ জন পুলিশ সদস্যকে বদলী জনীত কারণে বিদায় দেওয়া হয়েছে।
এ উপলক্ষ্যে মঙ্গলবার কালুখালী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল হাসান এর সভাপতিত্বে এক অনুষ্ঠানে তাদেরকে বিদায় দেওয়া হয়।
বদলীকৃত পুলিশ সদস্যবৃন্দরা হলেন, এসআই মোঃ মাহাবুর রহমান, এসআই পরিমল কুমার বিশ্বাস, এএসআই আজগর আলী, এএসআই সনাতন বিশ্বাস এবং এএসআই মোঃ ফিরোজ মিয়া।
সংশ্লিষ্ট কর্মকর্তারা তাদেরকে বিভিন্ন ইউনিটে বদলীর আদেশ দিয়েছেন।
উক্ত বিদায় অনুষ্ঠানে ইন্সপেক্টর (নিরস্ত্র) মোহাম্মদ আব্দুল গণি সহ অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।