নিজস্ব প্রতিবেদক, নিউসান টয়েন্টিফোর ডট কম:
গতকাল শুক্রবার রাজবাড়ীর কালুখালীতে উপজেলার মাজবাড়ী ইউপির খামারবাড়ী জামে মসজিদে আকবর মেম্বারের উদ্যোগে জুম্মা বাদ রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এর সুযোগ্য পুত্র জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য আশিক মাহমুদ মিতুল এর করোনা ভাইরাস থেকে রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
এর আগে গত মঙ্গলবার আরটিপিসিআর ল্যাব টেষ্টে প্রাপ্ত রিপোর্টে করোনা শনাক্ত হয়।
তিনি করোনার শুরু থেকেই নিজ এলাকায় থেকে অসহায়, দরিদ্র, দলীয় নেতাকর্মী সহ বিভিন্ন স্তরের মানুষের মাঝে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে নিজেই আজ করোনার সাথে যুদ্ধ করছেন।
তাঁর রোগ মুক্তি কামনায় পাংশা, কালুখালী ও বালিয়াকান্দির বিভিন্ন মসজিদ, মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।