নিজস্ব প্রতিবেদক, নিউসান টয়েন্টিফোর ডট কম:
রাজবাড়ী জেলাধীন কালুখালীতে উপজেলার কালিকাপুর ইউপির ঝাউগ্রাম বিশ্বাসপাড়া জামে মসজিদে বুধবার বাদ আসর রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এর সুযোগ্য পুত্র আশিক মাহমুদ মিতুল এর করোনা ভাইরাস থেকে সুস্থ্যতা কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার কালিকাপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ নাজির হোসেন এর উদ্যোগে দোয়া মোনাজাত অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আকমল হোসেন বাচ্চু সহ ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উক্ত দোয়া মোনাজাত পরিচালনা করেন, অত্র মসজিদের খতিব মাওঃ আব্দুল মতিন।
উল্লেখ্য, করোনাকালীন সময়ে পাংশা, কালুখালী ও বালিয়কান্দির মানুষকে সেবা প্রদান করতে গিয়ে গত মঙ্গলবার জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য বিশিষ্ট্য ব্যবসায়ী আশিক মাহমুদ মিতুল এর আরটি পিসিআর ল্যাব টেষ্টে করোনা পজেটিভ আসে।
এছাড়াও পাংশা, কালুখালী ও বালিয়কান্দির বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে আশিক মাহমুদ মিতুল এর রোগ মুক্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।