Newsun24

Most Popular Newsportal

রাজবাড়ী

পাংশায় অফিসার্স ক্লাবের পক্ষ থেকে ইউএনওর বিদায় ও বরণ অনুষ্ঠিত

মাসুদ রেজা শিশির, নিউসান টয়েন্টিফোর ডট কম:

রাজবাড়ীর পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম পদন্নোতি পেয়ে এ ডিসি হয়েছেন।  জামালপুর জেলায় এ.ডিসি হিসাবে যোগদান করবেন। পদন্নোতি হওয়ায় তাকে পাংশা উপজেলা থেকে বদলী জনিত বিদায় সংবর্ধনা প্রদান করেছেন অফির্সাস ক্লাব পাংশা। একই সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাসকে বরণ করে নিয়েছেন অফিসার্স ক্লাবের সকল সদস্যগন।

এ উপলক্ষে মঙ্গলবার রাত ১০ টায় অফির্সাস ক্লাবে আয়োজন করা হয় আলোচনা সভা ও এক প্রীতি ভোজের। নবাগত উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পাংশা উপজেলা  পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম,সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) মোঃ লাবীব আব্দুল্লাহ,সদ্য বিদায় নেওয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলামের সহধর্মীনী,উপজেলা সহকারী কমিশনার (ভ’মি) নুজহাত তাসনীম আওন, জেলা পরিষদ সদস্য উত্তম কুমার কুন্ডু,উপজেলা শিক্ষা অফিসার মোঃ বছির উদ্দিন,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.সুভাস চন্দ্র সেন,অগ্রণী ব্যাংক পাংশা শাখার ব্যবস্থাপক এনামুল হক সুজুন,উপজেলা যুব উন্নয়ন অফিসার শ্যামল কুমার বিশ^াস,অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিসংখ্যান অফিসার মোঃ মাহবুব হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে বিদায়ী ও নবাগত উপজেলা নির্বাহী অফিসারদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। একই সাখে সদ্য বিদায় নেওয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলামকে দেওয়া হয় সম্মাননা ক্রেষ্ঠ ও উপহার সামগ্রী।

সময় সহকারী পুলিশ সুপার লাবীব আব্দুল্লাহ’র সহধর্মীনী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মোঃ জিয়াউল হোসেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম নাসিম আখতার, সিনিয়র সহকারী পরিচালক ( বি,এ ডি.সি) পাংশা মোঃ রেজাউল করিম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এম.এ নাহার, উপজেলা সমবায় অফিসার, ওসি এলসডি পাংশা,উপজেলার সকল বিভাগের কর্মকর্তা, বিভিন্ন ব্যাংকের ম্যানেজারবৃন্দ, স্থানীয় সাংবাদিকগনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!