Newsun24

Most Popular Newsportal

রাজবাড়ী

রাজবাড়ীতে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পেলেন ২০ জন সাংবাদিক

রাজবাড়ী প্রতিনিধি, নিউসান টয়েন্টিফোর ডটকম:

১০ আগস্ট সোমবার দুপুর ১২টায় রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন জেলা প্রশাসক দিলসাদ বেগম।

রাজবাড়ী প্রেসকাবের সহযোগিতায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আয়োজনে প্রত্যেককে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তার এই চেক বিতরণ করা হয়।

রাজবাড়ীর যেসব সাংবাদিক চেক পেয়েছেন, তারা হলেন- এম দেলোয়ার হোসেন, দৈনিক সংবাদ/বাংলাভিশন টিভি; মোশারফ হোসেন, ডেইলি অবজারবার; এম মনিরুজ্জামান, আরটিভি/দৈনিক নয়াদিগন্ত; কাজী আব্দুল কুদ্দুস, দৈনিক বাংলাদেশের খবর; মোহাম্মদ মতিউর রহমান, দৈনিক যায়যায়দিন; আবুল কালাম, দৈনিক সোনালী বার্তা; জাহাঙ্গীর হোসেন, দৈনিক কালেরকণ্ঠ/একুশে টিভি, মুহাম্মদ শহীদুল ইসলাম, দৈনিক মানবজমিন; মুহাম্মদ সাজিদ হোসেন, এসএটিভি; লিটন চক্রবর্তী, এটিএন বাংলা/দৈনিক ভোরের কাগজ; মোহাম্মদ ইউসুফ, মোহনা টিভি; মো: রফিকুল ইসলাম, দৈনিক আমাদের সময়; মুহাম্মদ হেলাল মাহমুদ, দৈনিক যুগান্তর; মো: মাহফুজুর রহমান, দৈনিক ইত্তেফাক; দেবাশীষ বিশ্বাস, ডিবিসি টিভি; মো: মেহেদী হাসান, ৭১টিভি/দৈনিক বণিক বার্তা; ইমরান হোসেন মনিম, মাছরাঙা টিভি; কাজী আনোয়ারুল ইসলাম, দৈনিক নবচেতনা; রবিউল ইসলাম খন্দকার, দৈনিক প্রতিদিনের সংবাদ; মো: রুবেলুর রহমান, জাগো নিউজ২৪/বৈশাখী টিভি।

রাজবাড়ী প্রেসকাবের সভাপতি খান মো: জহুরুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খোন্দকার আব্দুল মতিনের সঞ্চালনায় চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজবাড়ী পুলিশ সুপার মো: মিজানুর রহমান।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!