Newsun24

Most Popular Newsportal

জাতীয়

সরকারের প্রতি বিশ্বাস রাখুন: পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক, নিউসান টয়েন্টিফোর ডটকম:

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, আওয়ামী লীগ সরকারের প্রতি বিশ্বাস রাখুন।

শনিবার (৮ আগস্ট) মেহেরপুরে মুজিবনগর স্মৃতিসৌধ পরিদর্শনকালে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, আমাদের বিজয় মানে ভারতের বিজয়, আমাদের উন্নয়ন মানেই ভারতের উন্নয়ন। কারণ ভারতের সঙ্গে মুক্তিযুদ্ধের সময় থেকেই আমাদের মধুর সম্পর্ক।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ভারতের সঙ্গে এই সম্পর্ক ছিন্ন হবার নয়। ভারতের সঙ্গে ইতিমধ্যে পানিচুক্তিসহ বিভিন্ন চুক্তি সম্পন্ন হয়েছে। এসময় আওয়ামী লীগ সরকারের প্রতি বিশ্বাস রাখুন, অনেক উন্নয়ন হয়েছে, আরও অনেক উন্নয়ন দেখতে পাবেন বলেও জানান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী জানান, আমরা প্রত্যাশা করছি এ বছরই বঙ্গবন্ধুর হত্যার সঙ্গে জড়িত একজনকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় নিয়ে আসতে সক্ষম হবো। এর আগেও একজনকে ফিরিয়ে আনতে পেরেছি।

প্রসঙ্গত, গত শুক্রবার (৭ আগস্ট) রাতে মেহেরপুর আসেন আবদুল মোমেন। শনিবার সকাল সোয়া ১০ টার দিকে তিনি সড়ক পথে মুজিবনগর পৌঁছান। এরপরই তিনি আওয়ামী লীগের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করেন।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!