Newsun24

Most Popular Newsportal

আন্তর্জাতিক করোনা ভাইরাস

করোনায় মৃতের সংখ্যা ৭ লাখ ছুঁইছুঁই

অনলাইন ডেস্ক, নিউসান টয়েন্টিফোর ডটকম:

প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৮৪ লাখ ছাড়িয়েছে। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটার এই তথ্য জানিয়েছে।

সংস্থাটির তথ্যানুযায়ী, আজ মঙ্গলবার (৪ আগস্ট) এ প্রতিবেদন লেখা পর্যন্ত সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১ কোটি ৮৪ লাখ ৪৯ হাজার ৭৭৩ জন। মারা গেছেন ৬ লাখ ৯৭ হাজার ২৫৫ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ কোটি ১৬ লাখ ৮১ হাজার ২০৫ জন।

করোনায় সংক্রমণের দিক থেকে প্রথম অবস্থানে এখনও যুক্তরাষ্ট্র। সবচেয়ে বিপর্যস্ত এই দেশটিতে শনাক্ত রোগীর সংখ্যা ৪৮ লাখ ৬২ হাজার ২৮৫ জন। মৃত্যু হয়েছে ১ লাখ ৫৮ হাজার ৯৩১ জনের।

দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত ২৭ লাখ ৫১ হাজার ৬৬৫ জন করোনায় সংক্রমিত হয়েছেন এবং দেশটিতে মৃত্যু হয়েছে ৯৪ হাজার ৭০২ জনের।

এদিকে রাশিয়াকে টপকে তৃতীয় অবস্থানে উঠে আসা ভারতে মোট ১৮ লাখ ৫৮ হাজার ৬৮৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। আর মৃত্যু হয়েছে ৩৯ হাজার ২ জনের।

চতুর্থ অবস্থানে থাকা রাশিয়ায় করোনায় সংক্রমিত হয়েছেন ৮ লাখ ৫৬ হাজার ২৬৪ জন। আর মৃত্যু হয়েছে ১৪ হাজার ২০৭ জনের।

সংক্রমণ বাড়ছে বাংলাদেশেও। ১৬ নম্বর অবস্থানে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ২ লাখ ৪২ হাজার ১০২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এছাড়া মৃত্যু হয়েছে ৩ হাজার ১৮৪ জনের।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!