Newsun24

Most Popular Newsportal

রাজবাড়ী

কালুখালীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দু’জন নিহত

নিজস্ব প্রতিনিধি, নিউসান টয়েন্টিফোর ডটকম:

আজ মঙ্গলবার সকালে রাজবাড়ীতে মিনি ট্রাক ও মোটর সাইকেলের মুখোমুখি সংর্ঘষে মোটর সাইকেলের দুইজন আরোহী নিহত হয়েছেন।

জেলার কালুখালী উপজেলার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের সোনাপুর মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার মথুরাপুর গ্রামের আবু ফরহাদের ছেলে শিমুল (২৫) ও একই উপজেলার হামিদুলের ছেলে আব্দুল্লাহ আবু সাঈদ (২২)।

পাংশা হাইওয়ে থানা পুলিশ ও পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা গেছে, রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের সোনাপুর মোড় এলাকায় কুষ্টিয়াগামী একটি মিনি ট্রাক ও রাজবাড়ী মুখি একটি মোটর সাইকেলের মুখোমুখি সংর্ঘষ হয়। ঘাতক ট্রাকটি আটক করেছে পুলিশ। তবে চালক বা অন্য কাউকে আটক করতে পারে নাই।

এ সময় ঘটনাস্থলেই মোটর সাইকেলের এক আরোহী মারা যায় এবং আহত অবস্থায় আরেকজনকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!