অনলাইন ডেস্ক, নিউসান টয়েন্টিফোর ডটকম:
জনপ্রিয় মডেল-অভিনেত্রী সারিকা সাবরিন। এবার ঈদে তার কোরবানির টাকা পাবেন গরিব-দুঃখীরা।
এ প্রসঙ্গে সারিকার ভাষ্য, প্রতিবার কোরবানি দিয়ে আসছি, তবে এবার তা পারছি না। এই কারণে সিদ্ধান্ত নিয়েছি এবারের টাকা গরিব দুঃখীদের দিয়ে দেবো।
বর্তমানে ঈদের নাটকের কাজ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন সারিকা। এরই মধ্যে ৮টি নাটকে অভিনয় করেছেন তিনি।
এবারের ঈদে সারিকাকে দেখা যাবে পরিচালক তপু খান, ফজলুর সেলিম, নঈম ইমতিয়াজ নেয়ামুল, রাকেশ বসু, চয়নিকা চৌধুরী, আওরঙ্গজেব ও সৈয়দ শাকিল নির্মিত নাটকে।