রাকিব আল হাসান, নিউসান টয়েন্টিফোর ডট কম:
মৎস্য অধিদপ্তরের জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় “মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখী সমৃদ্ধ দেশ গড়ি”- প্রতিপাদ্য বিষয় নিয়ে রাজবাড়ী জেলার কালুখালীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে করোনায় ক্ষতিগ্রস্থদের পুনর্বাসন এর অংশ হিসেবে জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি প্রকল্প এর আওতায় প্রদর্শনী পুকুরে ১০ জন সুফলভোগীদের মাঝে ৫০০ কেজি মাছের খাবার ও ৪৫০০ কেজি মাছের পোনা বিতরণ করা হয়।
সারা দেশ ব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ ২০২০ (২১ জুলাই-২৭ জুলাই) একযোগে উদযাপিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় এ সপ্তাহের ৬ষ্ঠ দিনে রবিবার দুপুরে কালুখালী উপজেলা মৎস্য দপ্তর এর আয়োজনে এ উপলক্ষ্যে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শেখ নুরুল আলম এর সভাপতিত্বে এক আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মৎস্য অফিসার জয়দেব পাল, কালুখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী (টিটো), স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুস সালাম এছাড়াও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ ডলি পারভীন, সহকারী মৎস্য অফিসার শাহরিয়ার জামান সাবু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুস সালাম বলেন, করোনাকালীন সময়ে ক্ষতিগ্রস্থদেও পুর্নবাসনের উদ্দেশ্যে মাছ চাষের উপকরণ বিতরণ করা হলো। ফলে মাছের উৎপাদন বৃদ্ধি পাবে সেই সাথে কর্মস্থানের সুযোগ সৃষ্টি হবে এছাড়াও আমিষের চাহিদা পূরণ করে কালুখালীকে উন্নয়নের রোল মডেল করা সম্ভব হবে।