Newsun24

Most Popular Newsportal

করোনা ভাইরাস রাজবাড়ী

রাজবাড়ীতে করোনা শনাক্তের সংখ্যা হাজার ছাড়ালো

ডেস্ক রিপোর্ট, নিউসান টয়েন্টিফোর ডটকম:

রাজবাড়ীতে আজ বৃহস্পতিবার প্রাপ্ত রিপোর্টে নতুন করে আরও ৩৭ জন করোনা আক্রান্তে মধ্যে দিয়ে হাজার ছাড়াল করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা।  বর্তামানে রাজবাড়ীতে মোট আক্রান্তের রোগীর সংখ্যা ১০০৮জন।

আজ দুপুরে রাজবাড়ী সিভিল সার্জন ডা. নূরুল ইসলাম বলেন, গত ২০ জুলাই (সোমবার) রাজবাড়ী থেকে করোনা উপসর্গ নিয়ে ৭৪জনের নমুনা ঢাকায় প্রেরণ করা হলে বৃহস্পতিবার দুপুরে ৩৭জন নতুন করে আক্রান্ত হয়। নতুন আক্রান্তদের মধ্যে রাজাবড়ী সদর উপজেলায় ১৮জন, পাংশা উপজেলায় ৩জন, কালুখালী উপজেলায় ৪জন, বালিয়াকান্দি উপজেলায় ১১জন এবং গোয়ালন্দ উপজেলায় ১জন আক্রান্ত হয়েছে।

তিনি আরো বলেন রাজবাড়ীতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৯জন মৃত্যুবরণ করেছে এবং ৫৫১জন সুস্থ্য হয়েছে। বাকী আক্রান্ত ব্যক্তিরা হোম আইসোলেশনসহ হাসপাতলে চিকিৎসাধীন রয়েছে। তারা সব সময় ডাক্তারের পরামর্শক্রমে চিকিৎসা নিচ্ছেন।

 

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!