অনলাইন ডেস্ক, নিউসান টয়েন্টিফোর ডটকম:
করোনাভাইরাসের কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাংগঠনিক কার্যক্রম/সাংগঠনিক গঠন ও পুনর্গঠন প্রক্রিয়া ১৫ আগস্ট পর্যন্ত স্থগিত করা হয়েছে।
আজ বুধবার দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে সাংগঠনিক কার্যক্রম ১৫ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছিল। এবার সেই স্থগিতাদেশের মেয়াদ আগামী ১৫ আগস্ট পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আগামী ১৫ই আগস্ট পর্যন্ত দেশব্যাপী সব স্তরের ইউনিটসমূহের নেতাদের সংশ্লিষ্ট কমিটির সব পর্যায়ের কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মোবাইলে যোগাযোগ, ভার্চ্যুয়াল বৈঠক ইত্যাদির মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশ দেওয়া হয়।