Newsun24

Most Popular Newsportal

রাজবাড়ী সম্পাদকীয়

করোনামুক্ত হলেন কালুখালী প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক

শাকিল আদনান, নিউসান টয়েন্টিফোর ডটকম:

মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর করোনামুক্ত হলেন কালুখালী প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ ফজলুল হক। তিনি গত ১৬ জুন আরটি পিসিআর ল্যাব টেষ্টে করোনা শনাক্ত হয়েছিলেন। পরে তার স্ত্রী ও ২ কন্যা সন্তানও করোনা শনাক্ত হয়।

বাসায় আইসোলশনে থেকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করার পর গতকাল প্রাপ্ত ২য় ফলোআপের রিপোর্টে পরিবারের সকলের নেগেটিভ আসে।

রিপোর্ট পাওয়ার পর কালুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ খোন্দকার মুহাম্মদ আবু জালাল এর নিকট থেকে ছাড়পত্র নিয়েছেন।

তিনি দৈনিক যায়যায়দিন ও দি নিউ নেশন পত্রিকার কালুখালী উপজেলা প্রতিনিধি, নিউসান টয়েন্টিফোর ডট কম এর সম্পাদক হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

সোমবার সকালে তার সাথে কথা হলে তিনি জানান, মহান আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া জানাই। তিনি আমি সহ আমার পরিবারের সবাইকে করোনার হাত থেকে মুক্তি দিয়েছেন। তিনি নিখিল জাহানের মালিক। তিনি যেন এই পৃথিবীকে করোনা ভাইরাস থেকে সবাইকে মাফ করে দেন। আমিন।

 

সেই সাথে আমার এই বিপদের সময় যারা আমাকে সহযোগীতা করেছেন বিভিন্নভাবে তাদের প্রতি আমি কৃতজ্ঞ। বিশেষ করে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এর সুযোগ্য পুত্র জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য আশিক মাহমুদ মিতুল সার্বক্ষনিক আমার পাশে ছিলেন। সব সময় আমার খোজ নিয়েছেন। এজন্য তার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!