Newsun24

Most Popular Newsportal

করোনা ভাইরাস জাতীয়

দেশে একদিনে মৃত্যু ৪১, শনাক্ত ৩৭৭৫

অনলাইন ডেস্ক, নিউসান টয়েন্টিফোর ডটকম:

চব্বিশ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪১ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ১৭ হাজার ৮৭৫টি নমুনা পরীক্ষা করে ভাইরাসটির সংক্রমণ পাওয়া গেছে ৩ হাজার ৭৭৫ জনের শরীরে।

এই নিয়ে দেশে কভিড-১৯ এ আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১ হাজার ৮৮৮ জন।

আর আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৯ হাজার ২৫৮ জন। এর মধ্যে নতুন ২ হাজার ৪৮৪ জনসহ মোট সুস্থ হয়েছেন ৬২ হাজার ১০২ জন।

বাংলাদেশে গত ৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর খোঁজ মেলে; এর দশ দিনের মাথায় ঘটে প্রথম মৃত্যু।

সবশেষ তথ্যানুযায়ী, দেশে নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২১.১২ শতাংশ, মৃত্যুর হার ১.২৬ শতাংশ এবং সুস্থতার হার ৪১.৬১ শতাংশ।

দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে বুধবার দুপুরে এসব তথ্য তুলে ধরেন অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

চব্বিশ ঘণ্টায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের ৩৮ জনই পুরুষ, নারী মাত্র তিনজন। তাদের মধ্যে ঢাকা বিভাগের ১৩ জন, চট্টগ্রাম বিভাগের ১৭ জন, খুলনা বিভাগের পাঁচজন, বরিশাল বিভাগের তিনজন, সিলেট বিভাগের দুজন এবং রংপুর বিভাগের একজন।

হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ২৩ জন, বাড়িতে মৃত্যুবরণ করেছেন ১৮ জন।

বয়স বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণ করা সর্বোচ্চ ১২ জনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে। এগারো জনের বয়স ৬১-৭০ এর মধ্যে, সাতজনের বয়স ৭১-৮০ এর মধ্যে, পাঁচজনের বয়স ৪১-৫০ এর মধ্যে, ৩১-৪০ বছরের মধ্যে রয়েছেন চারজন এবং ৮১-৯০ ও একশো বছরের ওপরে মৃত্যু হয়েছে একজন করে।

চব্বিশ ঘণ্টায় আইসোলেশনে নেওয়া হয়েছে ৯৫৫ জনকে, ছাড় পেয়েছেন ৫৫৫ জন; বর্তমানে আইসোলেশনে আছেন ১৫ হাজার ৫৪৭ জন।

এই সময়ে কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে ২ হাজার ৪২৯ জনকে, ছাড় পেয়েছেন ৩ হাজার ৪১৪ জন; বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন ৬৩ হাজার ৮৮২ জন।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!