নিজস্ব প্রতিবেদক, নিউসান টয়েন্টিফোর ডটকম:
গত ২৪ ঘন্টায় রাজবাড়ীতে নতুন করে আরও ৮জন করোনা আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত জেলায় ১৪০জন আক্রান্ত হয়েছেন।
রাজবাড়ী সিভিল সার্জন ডা. মোঃ নুরুল ইসলাম বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ১১ জুন ৭৪টি স্যাম্পল প্রেরণ করা হয়। এরমধ্যে পজিটিভ ৮ জন রিপোর্ট এসেছে। এর মধ্যে ২ জন রাজবাড়ী সদর উপজেলার বাণীবহ ও সজ্জনকান্দা, ২ জন পাংশা উপজেলার কলিমহর ও মৌরাট, ১ জন বালিয়াকান্দি উপজেলার নারুয়ার মেঘনা ক্লিনিকের স্টাফ,৩ জন গোয়ালন্দ উপজেলার এসিল্যান্ড অফিসের কর্মকর্তা।
এ পর্যন্ত রাজবাড়ীতে মোট আক্রান্ত হয়েছে ১৪০জন। মোট সুস্থ হয়েছেন ৫৩ জন। মারা গেছেন ২জন, হোম আইসোলশনে আছেন ৪৯জন, হাসপাতালে ভর্তি রয়েছে ৩৪জন। (সদর হাসপাতাল ১৩জন, কালুখালী হাসপাতাল ১৬জন, বালিয়াকান্দি হাসপাতাল ৪জন, গোয়ালন্দ হাসপাতাল ১জন )। এ পর্যন্ত ৩১৩৯ স্যাম্পল প্রেরণ করে মোট প্রাপ্ত রিপোর্ট ২৭৪০টি।
সারা দেশের আক্রান্ত এবং মৃত এর কথা চিন্তা করলে বিষয়টা অনেক জটিল এবং ভয়াবহ। আমাদের সাবধানতার বিকল্প আর কিছু নাই। স্বাস্থ্য বিধি মেনে চলাফেরা করতে হবে।
বিনা কারণে ঘরের বাইরে যাওয়া যাবে না। বাহিরে গেলে অবশ্যই মাস্ক পড়তে হবে। আপনার সুরক্ষা আপনার হাতে। নিজে সুস্থ্য থাকন, পরিবারকে সুস্থ্য রাখুন।