Newsun24

Most Popular Newsportal

আন্তর্জাতিক করোনা ভাইরাস

বিশ্বব্যাপী আক্রান্ত প্রায় ৮১ লাখ, মৃত্যু ৪৩৯১৯৫

অনলাইন ডেস্ক, নিউসান টয়েন্টিফোর ডটকম:

প্রাণঘাতী করোনাভাইরাসে পুরো বিশ্বে আক্রান্ত হয়েছেন প্রায় ৮১ লাখ মানুষ। এ অদৃশ্য ভাইরাসে মৃত্যু হয়েছে ৪ লাখ ৩৯ হাজারের বেশি।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটার এ তথ্য জানিয়েছে।

সংস্থাটির তথ্যানুযায়ী, বিশ্বে ১৬ জুন সকাল পর্যন্ত মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৩৯ হাজার ১৯৫ জনে। আর আক্রান্ত হয়েছেন ৮১ লাখ ১৮ হাজার ১২২ জন। সুস্থ হয়েছেন ৪২ লাখ ১৬ হাজার ২৭২ জন।

চীন থেকে পুরো বিশ্বে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসটিতে এ পর্যন্ত বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে।

আক্রান্ত ও মৃত্যু উভয় সংখ্যার দিক থেকেই বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ২১ লাখ ৮২ হাজার ৯৫০ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১ লাখ ১৮ হাজার ২৮৩ জনের।

মৃতের হিসাবে তালিকার দ্বিতীয়তে এবং ইউরোপের শীর্ষে রয়েছে যুক্তরাজ্য। দেশটিতে করোনায় মোট মৃত্যু হয়েছে ৪১ হাজার ৭৩৬ জনের। আর আক্রান্ত হয়েছেন ২ লাখ ৯৬ হাজার ৮৫৭ জন।

তৃতীয় স্থানে উঠে এসেছে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ৪৩ হাজার ৩৮৯ জন।। মোট আক্রান্তের সংখ্যা ৮ লাখ ৯১ হাজার ৫৫৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বাংলাদেশে সোমবার পর্যন্ত করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৯০ হাজার ৬১৯ জন এবং মোট মৃতের সংখ্যা ১ হাজার ২০৯ জন। এছাড়া মোট সুস্থ হওয়ার সংখ্যা ৩৪ হাজার ২৭ জন।

গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে নভেল করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!