স্টাফ রিপোর্টার:
রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের ধুলিহাট গ্রামের জমিজমা বিরোধের জেরে প্রতিক্ষকে মারপিটের ঘটনা ঘটেছে।
আজ সকাল ৮ টার দিকে একই গ্রামের ছগিরুজ্জামান খান এর পুত্র আকরাম খান (৪৫) কে একা পেয়ে তার বাড়ীর আঙ্গীনার পুকুর পাড়ে প্রতিপক্ষ চাচাতো ভাইয়েরা তার উপর আক্রমন করে।
এ ব্যাপারে পাংশা সরকারী হাসপাতালে গেলে আকরাম খান জানায়, পুকুরপাড়ে আমাকে একা পেয়ে আমার চাচা আব্দুল হাকিম খান এর পুত্র মোজাম্মেল খান, নজরুল ইসলাম খান, বদরুল ইসলাম খান, কামরুল হাসান খান এবং বদরুল ইসলাম খানের পুত্র সম্রাট খান , নজরুল ইসলাম খান এর পুত্র রাজু খান, রাজিব খান, এছাড়াও সাঈদ, মোজাম্মেল সহ অজ্ঞাত ১৫/১৬ জন আক্রমন করে।
তারা আমাকে হত্যার উদ্দেশ্যে বাসের লাঠি ও চাকু দিয়ে এলোপাথারিভাবে আঘাত করতে থাকে। পরে চাকুর আঘাতে আমার বাম হাতে ক্ষত হয়।
পরে স্থানীয়রা এগিয়ে এসে আমাকে উদ্ধার করে পাংশা সরকারী হাসপাতালে ভর্তি করে। আমি এখন অত্র হাসপাতালের ৩৭ নং বেডে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছি।
এ ব্যপারে পাংশা থানায় মামলার প্রক্রিয়া চলছে। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ঘটনার তদন্ত করে সঠিক বিচার চাই।