আশিক মাহমুদ মিতুল এর নির্দেশে করোনা মোকাবেলায় কাজ শুরু করেছে মৃগী ইউনিয়ন যুবলীগ-ছাত্রলীগ
রাকিব আল হাসান, নিউসান টয়েন্টিফোর ডট কম:
মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এর সুযোগ্য পুত্র জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য আশিক মাহমুদ মিতুল এর নির্দেশে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ শুরু করেছে মৃগী ইউনিয়ন যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।
জানাযায়, আশিক মাহমুদ মিতুল গত ০৭ জুন রতনদিয়া রজনীকান্ত সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে উপজেলার ৭টি ইউনিয়নের যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের মাঝে স্বাস্থ্য উপকরণ বিতরণ করে স্বেচ্ছাসেবক কমিটি ও আইন শৃঙ্খলা কমিটি গঠন করে করোনা মোকাবেলায় কাজ করার নির্দেশ প্রদান করেন।
তার নির্দেশে উপজেলার মধ্যে সর্বপ্রথম কাজ শুরু করেছে মৃগী ইউনিয়ন যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা
এ উপলক্ষ্যে মঙ্গলবার সকাল ১১ টায় মৃগী ইউনিয়ন ছাত্রলীগ ও যুবলীগের দলীয় কার্যালয় হতে আশিক মাহমুদ মিতুল কর্তৃক প্রদত্ত স্বাস্থ্য উপকরণ (মাস্ক, হ্যান্ড গøাভস ও ফেসশীল্ড) কমিটির সদস্যদের মাঝে বিতরণ করে করোনা মোকাবেলায় কার্যক্রম শুরু করে।
এ স্বাস্থ্য উপকরণ বিতরণ করেন মৃগী ইউপি চেয়ারম্যান মোঃ শহিদুজ্জামান সাগর মোল্লা। এসময় উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক রাকিবুল ইসলাম লাবু, আওয়ামীলীগ নেতা মতিন শিকদার, যুবলীগ নেতা রাশেদুল ইসলাম, কবির হোসেন, জুয়েল রানা এছাড়াও কমিটির মোঃ শরিফুল ইসলাম, মিলন হোসেন, মোঃ দাউদ হুসাইন, তোফাজ্জেল হোসেন, মোঃ আশিক, আমিরুল ইসলাম, পাপ্পু হোসেন, আরজু, মোয়াজ্জেম হোসেন ও আওয়াল হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পরে কমিটির কর্যক্রমের অংশ হিসেবে ইউনিয়নের আখরজানী গ্রামের রফিকুল ইসলাম তনু’র পুত্র ঢাকা থেকে আসা রাশেদুল ইসলাম এবং খড়খড়িয়া গ্রামের আয়নাল খান এর পুত্র মোঃ সুরুজ খান এর বাড়ীতে গিয়ে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য পরামর্শ প্রদান এবং যে কোনো ধরনের সহযোগীতা দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন।