অনলাইন ডেস্ক, নিউসান টয়েন্টিফোর ডটকম:
চব্বিশ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রেকর্ড ৪৫ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে আরও ৩ হাজার ১৭১ জনের শরীরে।
বাংলাদেশে গত ৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর খোঁজ মেলার পর মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত মোট আক্রান্ত দাঁড়িয়েছে ৭১ হাজার ৬৭৫ জন।
আক্রান্তদের মধ্যে মৃত্যু দাঁড়িয়েছে ৯৭৫ জনে। চব্বিশ ঘণ্টায় ৭৭৭ জনসহ মোট সুস্থ হয়েছেন ১৫ হাজার ৩৩৬ জন।
দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে মঙ্গলবার দুপুরে এসব হালনাগাদ তথ্য তুলে ধরেন অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।