অনলাইন ডেস্ক, নিউসান টয়েন্টিফোর ডটকম:
নিউজিল্যান্ডকে করোনামুক্ত হিসেবে ঘোষণা দিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
স্থানীয় সময় সোমবার (৮ জুন) বিকালে এ ঘোষণা দেয়া হয়।
কর্মকর্তারা জানিয়েছেন, দেশটিতে আর কোনও করোনা রোগী অবশিষ্ট নেই।
গত দুই সপ্তাহেরও বেশি সময় ধরে নিউ জিল্যান্ডে নতুন করে কোনও সংক্রমণের ঘটনা ঘটেনি।
সোমবার দেশটির সর্বশেষ করোনা রোগী সুস্থ হওয়ার পর আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেয় কর্তৃপক্ষ।
বিবিসি জানিয়েছে, করোনামুক্ত ঘোষণার পর সামাজিক দূরত্বের বিধিনিষেধ আর থাকবে কি না সে ব্যাপারে সরকারিভাবে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে। তবে শুধুমাত্র সীমান্ত বন্ধ থাকছে।
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন বলেন, দেশের ভেতর সব প্রকার কড়াকড়ি তুলে নেয়া হবে।
ভাইরাস দমনে দেশের মানুষ যেভাবে একাত্ম হয়ে ত্যাগ স্বীকার করেছেন তাতে সন্তুষ্টি প্রকাশ করেছেন তিনি।
তবে তিনি বলেছেন, আবার রোগী পাওয়া যাবে নিশ্চিত, সেটা নিয়ে সতর্ক থাকতে হবে।
উল্লেখ্য, আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ড ওমিটার-এর তথ্য অনুযায়ী, নিউজিল্যান্ডে মোট এক হাজার ৫০৪ জনের করোনা শনাক্ত হয়েছিল। আক্রান্তদের মধ্যে ২২ জন মারা গেছে।