নিজস্ব প্রতিনিধি, নিউসান টয়েন্টিফোর ডট কম:
রাজবাড়ী জেলার কালুখালী থানার ওসি মোহাম্মদ কামরুল হাসান করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।
রবিবার দুপুুুরে সিভিল সার্জন রাজবাড়ী ডাঃ মোঃ নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ ০৭ জুন প্রাপ্ত ১৪১ টি রিপোর্টের মধ্যে নতুন করে ০৫ জনের রিপোর্ট পজেটিভ এসেছে। গত ০১ ও ০২ জুন নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছিলো। প্রাপ্ত রিপোর্টে কালুখালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল হাসান, জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের ০২ জন এবং বালিয়াকান্দি সদর ইউনিয়নের ০২ জন। এছাড়াও পাংশা উপজেলার পুরোনো ২ জনের রিপোর্ট পজেটিভ এসেছে।
তিনি আরও জানান, নতুন আক্রান্তদের উন্নত চিকিৎসায় পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।