Newsun24

Most Popular Newsportal

আন্তর্জাতিক করোনা ভাইরাস

করোনায় বিশ্বে মৃত্যু চার লাখ ছুঁইছুঁই

অনলাইন ডেস্ক, নিউসান টয়েন্টিফোর ডটকম:

মহামারি আকারে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বে মৃতের সংখ্যা চার লাখ ছুঁইছুঁই করছে।

শনিবার সকাল ১০টা পর্যন্ত আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য পাওয়া গেছে।

সংস্থাটির তথ্যানুযায়ী, বিশ্বজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা ৩ লাখ ৯৮ হাজার ২৪৪ জন। আক্রান্ত হয়েছেন ৬৮ লাখ ৫০ হাজার ২৩৬ জন। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন ৩৩ লাখ ৫১ হাজার ২২৯ জন।

চীন থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাসটিতে এ পর্যন্ত বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে।

আক্রান্ত ও মৃত্যু উভয় সংখ্যার দিক থেকেই বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ১৯ লাখ ৬৫ হাজার ৭০৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে এক লাখ ১১ হাজার ৩৯০ জনের।

মৃতের হিসাবে তালিকার দ্বিতীয়তে রয়েছে যুক্তরাজ্য। দেশটিতে করোনায় মোট মৃত্যু হয়েছে ৪০ হাজার ২৬১ জনের। আর আক্রান্ত হয়েছে ২ লাখ ৮৩ হাজার ৩১১ জন।

তৃতীয় স্থানে উঠে এসেছে ব্রাজিল। দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ৩৫ হাজার ৪৭ জনে দাঁড়িয়েছে। আর মোট আক্রান্ত হয়েছে ৬ লাখ ৪৬ হাজার ৬ জন।

চতুর্থ স্থানে থাকা ইতালিতে করোনায় মৃতের সংখ্যা ৩৩ হাজার ৭৭৪ জন। মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৩৪ হাজার ৫৩১ জন।

এছাড়া ফ্রান্সে করোনায় ২৯ হাজার ১১১ জনের মৃত্যু ও এক লাখ ৫৩ হাজার ৫৫ জন আক্রান্ত হয়েছে।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। ভাইরাসটির উৎপত্তিস্থল এই দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ৮৩ হাজার ৩০ জন। এর মধ্যে ৪ হাজার ৬৩৪ জনের মৃত্যু হয়েছে।

এদিকে দেশে করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ৮১১ জনের। আর আক্রান্ত বেড়ে দাঁড়ালো ৬০ হাজার ৩৯১ জনে।

 

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!