Newsun24

Most Popular Newsportal

করোনা ভাইরাস জাতীয়

দেশে করোনায় আক্রান্ত ৬০ হাজার ছাড়িয়ে, মৃত্যু ৮১১

অনলাইন ডেস্ক, নিউসান টয়েন্টিফোর ডটকম:

দেশে প্রতিদিনই খারাপের দিকে যাচ্ছে করোনাভাইরাস পরিস্থিতি। সবশেষ চব্বিশ ঘণ্টায় ২ হাজার ৮২৮ জন মানুষের শরীরে এই ভাইরাসের সংক্রমণ ধরা পড়ায় মোট আক্রান্ত ছাড়িয়ে গেছে ৬০ হাজার। বেড়েছে মৃত্যুর সংখ্যাও।

বাংলাদেশে গত ৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর খোঁজ মেলে; এর দশ দিনের মাথায় ঘটে প্রথম মৃত্যু।

শুক্রবার সকাল আটটা পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬০ হাজার ৩৯১ জন। এদিন আরও ৩০ জনের মৃত্যুসহ মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮১১ জনে।

বেড়েছে সুস্থ মানুষের সংখ্যাও। আরও ৬৪৩ জনসহ মোট সুস্থ হয়েছেন ১২ হাজার ৮০৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সবশেষ হিসাব অনুযায়ী, দেশে করোনাভাইরাসের নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২০.০৭ শতাংশ; মৃত্যুর হার ১.৩৪ শতাংশ এবং সুস্থতার হার ২১.০২ শতাংশ।

দেশে করোনায় আক্রান্ত-মৃত্যুর অধিকাংশই ঢাকা বিভাগের। এর পরেই রয়েছে চট্টগ্রাম বিভাগ।

আইইডিসিআরের তথ্যানুযায়ী, দেশে আক্রান্তের হার ২১-৩০ বছরের মধ্যে সর্বাধিক ২৮ শতাংশ। এরপরই রয়েছে ৩১-৪০ বছরের মধ্যে মানুষেরা ২৭ শতাংশ।

আর করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করাদের বেশির ভাগই পুরুষ। বয়স বিবেচনায় সবচেয়ে বেশি মৃত্যু হচ্ছে ষাটোর্ধ্বদের।

গত বছরের চীনের উহান থেকে ছড়িয়ে পড়া অতি ছোঁয়াচে করোনাভাইরাস বিশ্বজুড়ে এরই মধ্যে কেড়ে নিয়েছে ৩ লাখ ৯০ হাজার মানুষের প্রাণ। আর আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৬ লাখ ৫০ হাজার।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!