অনলাইন ডেস্ক, নিউসান টয়েন্টিফোর ডটকম:
চীনে নতুনভাবে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে ১৫ জন শনাক্ত হয়েছে। তবে যেই উহান শহর থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছিল, সেখানে ৯ মিলিয়নের বেশি মানুষকে কয়েক সপ্তাহ ধরে পরীক্ষা করা হলেও এই প্রথমবারের মতো কারো করোনা ধরা পড়েনি। দেশটির স্বাস্থ্য বিভাগ আজ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।
চীনের জাতীয় স্বাস্থ্য বিভাগ (এনএইচসি) জানিয়েছে, আক্রান্তদের মধ্যে পাঁচজন বাইরের দেশ থেকে আসা ব্যক্তি এবং ১০ জন চীনের নাগরিক।
চীনে বর্তমানে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৭৩ জন। তার মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। আর দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৮৩ হাজার ২২ জন এবং মারা গেছে চার হাজার ছয়শ ৩৪ জন।
এদিকে দেশটিতে করোনা উপসর্গহীন ৩৭১ জন শনাক্ত হয়েছেন। তবে তাদের মাধ্যমে অন্যরা আক্রান্ত হওয়ার শঙ্কা রয়েছে।
উপসর্গহীন রোগীর সংখ্যা বাড়তে থাকার ফলে চীন সরকার গত মাসেই সিদ্ধান্ত নেয়, সে দেশের সকল নাগরিককে পরীক্ষা করে দেখার ব্যাপারে।
সূত্র : ফিন্যান্সিয়াল এক্সপ্রেস