Newsun24

Most Popular Newsportal

করোনা ভাইরাস জাতীয়

দেশে একদিনে করোনায় ২২ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ২৩৮১

অনলাইন ডেস্ক, নিউসান টয়েন্টিফোর ডটকম:

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২২ জন। এনিয়ে মোট মারা গেলেন ৬৭২ জন। এছাড়া একই সময়ে আরও ২,৩৮১ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৪৯,৫৩৪ জন।

আজ সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

অনলাইন বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১১,৪৩৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। একই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ৮১৬ জন। এনিয়ে মোট সুস্থ হয়েছেন ১০,৫৯৭ জন।

গতকাল রবিবার পর্যন্ত করোনাভাইরাস শনাক্তে নমুনা পরীক্ষা করা হয়েছিল ১১,৮৭৬টি। এরমধ্যে নতুন শনাক্ত হয়েছিলেন ২,৫৪৫ জন। মোট শনাক্ত হয়েছিলেন ৪৭,১৫৩ জন। আর গতকাল আরও ৪০ জন মারা যান। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছিল ৬৫০ জন। এছাড়া গতকাল সুস্থ হয়েছিলেন ৪০৬ জন। এনিয়ে মোট সুস্থ হয়েছেন ৯,৭৮১ জন।

আপনার সুস্থতা আপনার হাতে উল্লেখ করে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সকলকে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলতে সকলের প্রতি আহবান জানানো হয়।

দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। আর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!