নিউজ ডেস্ক:
রাজবাড়ীর কালুখালীতে উপজেলার সাওরাইল ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের উত্তরনগরবাথান গ্রামের বাসিন্দা মোঃ আঃ লতিফের পুত্র অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন এর স্ত্রী উম্মে রুমান কর্তৃক ইউনিয়নের অসহায় হতদরিদ্র ৩ হাজার পরিবারের মাঝে একটি করে শাড়ী ও নগদ ৫শত টাকা বিতরণ করেছেন।
করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ও পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষ্যে গত বৃহস্পতিবার থেকে নিজ বাড়ী থেকে এ উপহার সামগ্রী বিতরণ করে আসছেন।
বিতরণকালে তার সুযোগ্য কন্যা লতিকা কুমকুম ঝিলি, মোঃ সায়েম হোসেন, মোঃ মনিরুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে সাংবাদিকদের সাথে কথা হলে তিনি জানান, করোনা ভাইরাসে সারা পৃথিবী থমকে গিয়েছে। এর মাঝে চলে এসেছে পবিত্র ঈদ। তাই যার যার সামর্থ অনুযায়ী গরীব অসহায় মানুষের পাশে দাড়ানো উচিত। তাই আমার অত্র ইউনিয়নের মানুষদের কিছু উপহার সামগ্রী প্রদান করলাম।