Newsun24

Most Popular Newsportal

রাজবাড়ী

রাজবাড়ীতে টিউশনির টাকায় ঈদ সামগ্রী ও শিক্ষা উপকরণ বিতরণ করলেন প্যা.নি.চা

নিউজ ডেস্ক, নিউসান টয়েন্টিফোর ডট কম:

রাজবাড়ী জেলা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ -২০১৮ প্যানেল প্রত্যাশীর উদ্দ্যেগে কালুখালী উপজেলার  হরিনবাড়িয়া চরের নদী ভাঙ্গন এলাকার অসহায় পরিবারের মাঝে ত্রান সামগ্রী ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন করা হয়।

নিজেদের টিউশনির টাকা ও নিজেদের ঈদের কেনাকাটার টাকায় ঈদ সামগ্রী ও শিক্ষা উপকরণ ক্রয় করে জেলা ও উপজেলার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে গিয়ে মানুষের ঘরে ঘরে পৌছে দিচ্ছেন তারা।

ঈদ সামগ্রী ও শিক্ষা উপকরণ বিতরণকালে রাজবাড়ী জেলা কমিটির সভাপতি প্রসেনজিত কুমার হালদার, সাধারণ সম্পাদক পলাশ মন্ডল, অহিদুজ্জামান, আমজাদ হোসেন, রাজিব সরকার শামিমুজ্জামান সহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় রাজবাড়ী জেলা প্যানেল কমিটির সভাপতি প্রসেনজিং কুমার হালদার বলেন,বর্তমান করোনা পরিস্থিতিতে শিক্ষার যে ক্ষতি হচ্ছে তা পুষিয়ে নিতে শিক্ষক সংকট দূরীকরণ করতে প্যানেল খুব জরুরী।

সাধারন সম্পাদক মোঃ পলাশ মন্ডল বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে মান সম্মত শিক্ষা বাস্তবায়নে দ্রুত শিক্ষক সংকট দূরীকরণ করতে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্যানেলের দাবি জানাচ্ছি।

এ সময় উপস্তিত শিক্ষার্থীরা জানান করোনা পরিস্তিতে তাদের পড়াশোনার ব্যাপক ক্ষতি হচ্ছে।

প্যানেলে নিয়োগ চাই কমিটির আরও জানান, মহামারী করোনা ভাইরাসের প্রাদূর্ভাবে সাধারণ জনগণ ও শিক্ষার্থীদের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!