অনলাইন ডেস্ক, নিউসান টয়েন্টিফোর ডট কম:
করোনাভাইরাস (কভিড-১৯) মহামারীর কারণে সৃষ্ট আর্থিক ক্ষতি কাটিয়ে উঠতে ২০ লাখ কোটি রুপির আর্থিক প্যাকেজ ঘোষণা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মঙ্গলবার রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এই প্রণোদনা ঘোষণা করেন।
আত্মনির্ভরশীল ভারত গড়ার ডাক দিয়ে মোদি বলেন, ‘এই আর্থিক প্যাকেজ আত্মনির্ভর ভারতকে এগিয়ে দেবে। পুরো প্যাকেজটি ২০ লাখ কোটি রুপির মতো হবে যা দেশের জিডিপির প্রায় ১০ শতাংশ। ২০২০ সালে ২০ লাখ কোটি রুপির প্যাকেজ আত্মনির্ভর ভারত অভিযানকে নতুন গতি দেবে।’
ভারতের প্রধানমন্ত্রী বলেন, এই প্যাকেজে জমি-শ্রমিক সবকিছুর ওপরই নজর দেওয়া হয়েছে। মধ্যবিত্তের জন্য এই প্যাকেজ। অর্থমন্ত্রী এই প্যাকেজের বিষয়ে বিস্তারিত জানাবেন।
তিনি বলেন, ‘ করোনায় বিশ্বে ৪২ লাখ মানুষ আক্রান্ত, পৌনে তিন লাখ মানুষের মৃত্যু হয়েছে। ভারতেও বহু মানুষ তাদের আত্মীয়কে হারিয়েছেন। তাদের প্রতি সমবেদনা।’
মোদি বলেন, ‘একটা ভাইরাস দুনিয়াতে ত্রাস হয়ে উঠেছে। গোটা বিশ্ব প্রাণ বাঁচাতে যুদ্ধ করছে। এমন সংকট না দেখেছি, না শুনেছি। নিশ্চিতভাবেই মানুষের জন্যে এই পরিস্থিতি অভূতপূর্ব।’
তবে ভেঙে পড়লে চলবে না জানিয়ে তিনি বলেন, ‘আমরা আগে থেকেই শুনছি- এই শতাব্দী আমাদের দেশ ভারতের। এই শতাব্দী আমাদের হবে, এটা স্বপ্ন নয়, আমাদের দায়িত্বও হবে। বিশ্বের আজকের পরিস্থিতি আমাদের বোঝাচ্ছে, আত্মনির্ভর ভারত হতে হবে।’
এদিকে দ্য হিন্দুর বুধবার সকালের লাইভ আপডেট অনুযায়ী ভারতে করোনা আক্রান্তের সংখ্যা৭৩ হাজার ৭৭৭ জনে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ২ হাজার ৩৮৮ জন।