Newsun24

Most Popular Newsportal

আন্তর্জাতিক করোনা ভাইরাস

করোনায় ৩২ লাখ আক্রান্তের ১০ লাখ সুস্থ

অনলাইন ডেস্ক, নিউসান টয়েন্টিফোর ডট কম:

প্রাণঘাতী নভেল করোনাভাইরাস শুধু আক্রান্ত ও মৃতের সংখ্যাই বাড়াচ্ছে না, আশার কথা হচ্ছে এতে বিপুলসংখ্যক মানুষ সুস্থও হয়ে উঠছে। কভিড-১৯ রোগটি থেকে সুস্থ হয়েছেন ১০ লাখেরও বেশি মানুষ।

যুক্তরাষ্ট্রের জনস জনকিন্স বিশ্ববিদ্যালয়ের করোনা নিয়ে হালনাগাদ করা তথ্য থেকে জানা যাচ্ছে, বাংলাদেশ সময় বুধবার সকাল আটটা পর্যন্ত বিশ্বজুড়ে নভেল করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে উঠেছেন এক লাখ ১৪ হাজার ৫২৪ জন মানুষ।

এদিকে বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে  ৩২ লাখ ৫৬ হাজার ৫৭০ জন। এর মধ্যে মারা গেছেন দুই লাখ ২২ হাজার ৩৬৩ জন।

আক্রান্ত ও মৃতের দিক দিয়ে শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। দেশটিতে মারা গেছেন ৬২ হাজার ৯৯৬ জন মানুষ। আক্রান্ত হয়েছেন ১০ লাখ ৭০ হাজারের কাছাকাছি মানুষ। তবে সুস্থ হয়ে উঠেছেন এক লাখ ৫৪ হাজারের কাছাকাছি মানুষ।

আক্রান্তের সংখ্যার দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে আছ স্পেন। সেখানে দুই লাখ ১৩ হাজারের বেশি মানুষের মধ্যে এই ভাইরাস সংক্রমিত হয়। এতে ২৪ হাজার ৫৪৩ জন মানুষ মারা গেলেও সুস্থ হয়ে উঠেছেন এক লাখ ১২ হাজার ৫০ জন মানুষ।

আক্রান্তের সংখ্যার দিক দিয়ে তৃতীয় অবস্থানে আছে ইতালি, দুই লাখ ৫ হাজার ৬৩ জন। এর মধ্যে মারা গেছেন ২৭ হাজার ৯৬৭ জন। তবে সুস্থ হয়ে উঠেছেন ৭৬ হাজারের কাছাকাছি মানুষ।

এরপর যুক্তরাজ্যে আক্রান্ত হয়েছে এক লাখ ৭২ হাজারের বেশি মানুষ। এর মধ্যে মারা গেছে ২৬ হাজার ৮৪২ জন মানুষ। তবে দেশটিতে সুস্থ হয়ে উঠেছেন মাত্র ৮৫৯ জন।

তালিকায় আক্রান্তের দিক দিয়ে পঞ্চম অবস্থানে থাকা ফ্রান্সে এক লাখ ৬৭ হাজার ২৯৯ জনের দেহে ভাইরাসটি সংক্রমিত হয়েছে। দেশটিতে মারা গেছেন ২৪ হাজার ৪১০ জন মানুষ। তবে সুস্থ হয়ে উঠেছেন ৫০ হাজারের অধিক মানুষ।

প্রসঙ্গত, ডিসেম্বরের মাঝামাঝি চীনের হুবেই প্রদেশের উহান থেকে নভেল করোনাভাইরাসের উৎপত্তি। পরবর্তীতে দেশটি থেকে বিশ্বজুড়ে ভাইরাসটি ছড়িয়ে পড়ে। চীনে ৮৩ হাজার ৯৫৬ জন মানুষ কভিড-১৯ রোগে আক্রান্ত হন। এর মধ্যে মারা যান ৪ হাজার ৬৭৩ জন। সুস্থ হয়ে উঠেন ৭৮ হাজার ৫২৩ জন মানুষ। বর্তমানে দেশটিতে সংক্রমণ নেই বললেই চলে।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!