অনলাইন ডেস্ক, নিউসান টয়েন্টিফোর ডট কম:
করোনাভাইরাস সংকটে জনগণকে আরও কিছুদিন ধৈর্যধারণের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
মঙ্গলবার সকালে নিজের সরকারি বাসায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমাদের ঐক্যবদ্ধ লড়াই প্রাণঘাতী করোনাকে পরাজিত করার সবচেয়ে কার্যকর হাতিয়ার। জনগণকে আমি ধৈর্যধারণের আহ্বান জানাচ্ছি। সামাজিক দূরত্ব মেনে চলতে অনুরোধ করছি। আমাদের আরও কিছুদিন ধৈর্য ধরতে হবে। সংকটে স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই।”
করোনাভাইরাসের প্রকোপের মধ্যে রাজনীতি করলে পরিস্থিতি ভয়াবহতার দিকে যাবে বলেও মনে করেন ওবায়দুল কাদের।
“করোনাভাইরাস সংকট কোনো রাজনৈতিক ইস্যু নয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বক্ষণিক মনিটর করছেন, নির্দেশনা দিচ্ছেন, তদারক করছেন। এই সময় আমাদের সকলের ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন, প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করা প্রয়োজন।
“এ লড়াই আমাদের সকলের বাঁচা-মরার লড়াই। এ সংকটে বিভেদের রাজনীতি করোনাভাইরাসকে আরও বিধ্বংসী ও ভয়ঙ্কর করে তুলবে।”
এ সংকটে নিজেদের অসহায় না ভাবার জন্য দেশের জনগণকে আহ্বান জানান সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের।
রমজানে ব্যবসায়ীদের খাদ্যে ভেজাল না মেশানোর আহ্বানও জানান তিনি।