অনলাইন ডেস্ক, নিউসান টয়েন্টিফোর ডট কম:
পরিচয়ের শুরুতেই হুটহাট প্রেমে পড়া বিপদ ডেকে নিয়ে আসতে পারে। প্রথম দেখাতেই প্রেম-কিছুদিন পর সেটির ফল ভাল নাও হতে পারে। এখন বিচ্ছেদের ধাক্কা এড়াতে মানুষ চিনে প্রেমে পড়াটাই উত্তম। যদিও এক জীবনে এক মানুষকে পুরোপুরি চিনে ফেলাটা অসম্ভব ব্যাপারে। এরপরেও সম্পর্কের শুরুতে কিছু বিষয় জেনে রাখা উচিত।
প্রেমের ক্ষেত্রে প্রথমদিকে সবই খুব ভালো লাগে। নিয়মিত ডেট, ফোনে কথা বলা, ক্যান্ডেলাইট ডিনার, আকর্ষণীয় উপহার, বেড়াতে যাওয়া, হাসি-মজা সবই উত্তেজনা তৈরি করে তখন। এখন মানুষ চিনতে ভুল করলে সেই সুন্দর সম্পর্কে মরচে ধরতেও দেরি হয় না।
এখন কোন ধরনের মানুষদের সঙ্গে প্রেম জড়ানো উচিত নয় জেনে নিন বা প্রেমে জড়ালেও ধাক্কা সামলানোর আগেই এই ব্যাপারে বোঝাপড়া করে নেয়াটা উচিত হবে।
* যে ব্যক্তি এখনও তার পুরোনো সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পারেনি, তার সঙ্গে কখনোই প্রেম করবেন না। কারণ সে আপনাকে সব সময় আগের জনের সঙ্গে তুলনা করবে। এর ফলে কষ্ট পাবেন আপনি।
* অস্বচ্ছ মানুষের সঙ্গে সম্পর্কে জড়াবেন না ভুলেও। এই ধরনের মানুষেরা মুখে এক আর ভেতর আরেক রকমের হয়। যে ধরনের মানুষ ভেবে তাকে আপনার ভালো লেগেছে, পরে দেখবেন তিনি আসলে সেরকম নন।
* যে ব্যক্তি নিজেকে জাহির করে বেশি কিন্তু প্রকৃতপক্ষে অকর্মা ও অলস, এমন মানুষের সঙ্গে জীবন জড়ালে কষ্ট ছাড়া আর কিছু পাবেন না।
* নিজেকে নিয়েই ব্যস্ত এমন মানুষের সঙ্গে প্রেম না করাই ভালো। স্বার্থপর মানুষ নিজেকে ছাড়া আর কিছু ভাবতে পারে না। এমনকি আপনাকেও দরকারে ব্যবহার করতে পারে।
* নিজের ভুল যারা স্বীকার করতে জানে না, তাদের সঙ্গে প্রেমে না জড়ানোই বুদ্ধিমানের কাজ হবে। সব সময়ে নিজের ভুল যারা অন্যের ঘাড়ে চাপিয়ে দেয়, তারা মানুষ হিসেবে খুব একটা ভালো হয় না।
* আপনার জন্য যার সময়ই নেই, তার সঙ্গে কী করে প্রেম করবেন আপনি? সিনেমা দেখতে গিয়ে আপনাকে যদি সব সময় অপেক্ষা করতে হয় বা আপনাকে সময় দিয়ে যদি সে আসতে ভুলেই যান, তাহলে এই মানুষকেও আপনার ভুলে যাওয়া ভালো।
* যে আপনার অনুভূতিকে গুরুত্ব দিতে চায় না, আপনার পছন্দ-অপছন্দ সম্পর্কে তার তেমন ধারণাই নেই-এমন মানুষ আপনার জন্য উপযুক্ত কেউ নয়।