অনলাইন ডেস্ক, নিউসান টয়েন্টিফোর ডট কম:
শারিরীক সম্পর্ক তো করা উচিত অবশ্যই। কিন্তু জেনে রাখা উচিত এমন কিছু কিছু কথা আছে যেগুলি একদমই বলা উচিত নয় আদর করার সময়। দুইটি সম্পর্কের মধ্যে মিলনের সময় ভাঙ্গন ঘটাতে পারে শুধুমাত্র কয়েকটি কথা।
তাই এমন কিছু কিছু কথা আছে যেগুলি বলা উচিত নয় একেবারে। এসময় একদমই বলা উচিত নয় যে আগে কতজনের সঙ্গে সম্পর্ক ছিল। এই কথাটি বললে আপনার সঙ্গী রেগে যেতে পারে যা আপনার সম্পর্কে আঘাত আনতে পারে। এছাড়া এই সময় তাড়াহুড়ো করা একদম উচিত নয়। এই সময়কার আনন্দটাকে ভালোভাবে উপভোগ করুন। এই সময় বাচ্চাদের নিয়ে প্ল্যান করা উচিত নয়। এসময় এসব কথা বললে আপনার সঙ্গী হয়তো রেগে যেতে পারে।
এছাড়াও বলা উচিত নয় যে আগের বয় ফ্রেন্ডের সঙ্গে আরো ভালো হতো। এই চরম মুহূর্তে এসব কথা বললে আপনার সমস্ত আনন্দ মাটি হয়ে যেতে পারে। এছাড়া এই সময় পরিবার নিয়ে কোনো কথা বলা উচিত নয়।
সেক্স করার সময় আপনার পরিবার বা অন্য ব্যক্তিদেরও নিয়ে কথা বলা উচিত নয়।