নিউজ ডেস্ক, নিউসান টয়েন্টিফোর ডট কম:
কিছুদিন ধরেই ছিলেন ঘরে নতুন অতিথি আসার অপেক্ষায়। সাকিব আল হাসানের সেই অপেক্ষাও ফুরাল এবার।
আলাইনা হাসান অব্রির পর দ্বিতীয় কন্যাসন্তানের বাবা হলেন তিনি। যুক্তরাষ্ট্রে স্ত্রী উম্মে আহমেদ শিশিরের আবারও মা হওয়ার খবর কাল নিশ্চিত করেছেন সাকিবের মা শিরিন রেজা।
বাংলাদেশ সময় গতকাল বিকেল সাড়ে ৪টায় নাতনি হওয়ার সুখবর পেয়েছেন তিনি।
এদিকে একই দিনে কন্যাসন্তানের বাবা হয়েছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী সাবেক ক্রিকেটার তাপস বৈশ্যও।